চাঁপাইনবাবগঞ্জে ১২২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ সদস্যরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা ব্রীজ টোলঘর এলাকায় র্যাব সদস্যরা একটি ট্রাকে অভিযান চালায়। এসময় সয়াবিন ভূসির ভেতর লুকিয়ে রাখা ১২২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় পাবনা জেলার রাধানগর বাহাদুরপুর গ্রামের আজগর আলী প্রমানিকের ছেলে মো. লূৎফর রহমান (৫০) ও সাথিয়া উপজেলার বনগ্রাম মিয়াপুর গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে মো. বাবু হোসেন ওরফে জুয়েলকে (২০) গ্রেফতার করা হয়। পরে ট্রাক ও ১৭ হাজার ৫৩ কেজি সয়াবিন ভূসি জব্দ করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৬/শরীফ