কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মো. সলিম প্রকাশ সেলিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ।
আটক যুবক টেকনাফ সদর ইউনিযনের নতুন পল্লান পাড়া এলাকার মৃত রশিদ আহমদের ছেলে।
ওসি মো. আব্দুল মজিদ জানান, রবিবার সকালে থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মো. মাসুদ মুন্সির নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে টেকনাফ হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। ইয়াবাসহ আটক যুবককের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব