'সন্ত্রাস নয়- শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই'- এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনেয়াজ কাদের শাকিল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামরুজ্জামান সুনাম, জেলা কৃষক লীগের সভাপতি সরকার মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিংকু চৌধুরী, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য জয় চৌধুরী, ছাত্র লীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, স্বেচ্ছা সেবক লীগের সাবেক আহ্বায়ক মানিক হোসেন, সদর থানা ছাত্র লীগের সভাপতি আব্দুল হালিম প্রমূখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন, সদর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আবু ওয়াফু তপু। এসময় বক্তারা বলেন, দেশের যুব সমাজকে রক্ষা করতেই আজকে আমাদের এই আলোচনা সভা। কেননা কুচক্রিদের দেখানো পথ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৬/এ মজুমদার