দিনাজপুরের বীরগঞ্জের এক কৃষকের গোয়াল ঘর থেকে ৭টি গরু চুরি করে পালিয়েছে অজ্ঞাত চোরেরা। এ ঘটনার পর এলাকাবাসীর মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে।
রবিবার গভীর রাতে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের দক্ষিণ পাড়ায় এ চুরির ঘটনা ঘটে।
বীরগঞ্জের সুজালপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. বাদশা মিয়া জানান, ছোট শীতলাই গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. জহিরুল ইসলামের ছেলে মো. কাজিরুল ইসলাম (৪৫) সন্ধ্যা নেমে আসার আগেই তার পালিত ৭টি গরু গোয়াল ঘরে রেখে ঘরের গ্রিলে তালা দেয়। গভীর রাতে অজ্ঞাত চোরেরা ঘরের গ্রিল ভেঙ্গে ৭টি গরু নিয়ে পালিয়ে যায়। ঈদকে সামনে রেখে এ ঘটনায় এলাকাবাসীর মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে।
কৃষক মো. কাজিরুল ইসলাম জানান, রাতে কয়েকবার গোয়াল ঘরে এসে দেখি গেছিমু। কিন্তু সকালে গোয়াল ঘর হতে গরু বের করতে গিয়ে দেখি গোয়াল ঘর শূন্য। কোন গরু নেই। ঘরের গ্রিল ভাঙ্গা। বিষয়টি তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান এবং ইউপি সদস্যকে জানানো হয়েছে। প্রতিটি গরুর মূল্য ৩০ হতে ৩৫ হাজার টাকা হবে বলে তিনি দাবি করেন।
বীরগঞ্জের সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব