চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজভর্তি একটি ট্রাক থেকে ৯৩৪ বোতল ফেনসিডিলসহ চার জনকে আটক করেছে র্যাব। পেঁয়াজভর্তি ট্রাকটিও জব্দ করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জোয়ার্দ্দারপাড়া তালপট্টি গ্রামের মো. আলমগীর হোসেন ওরফে নিয়াত আলী (৩৪), উত্তর উজিরপুর গ্রামের মো. তারাবর হোসেন ওরফে বাবু (২৮), ছত্রাজিৎপুর গ্রামের মো. হারুন-অর রশিদ (২২) এবং কমলাকান্তপুর গ্রামের মো. স্বপন (২৩)।
রবিবার রাত ৩টার দিকে রেহাইচর র্যাব ক্যাম্প এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৯৫৩)) তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৫ সেপ্টেম্বর ২০১৬/ফারজানা