বাগেরহাট জেলার বিদায়ী জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেছেন, কিছু কিছু ভুল আছে যা মেনে নেওয়া যায়। কিন্তু দুর্নীতি কারো ভুলের ঘটনা নয়। এটা করা হয় পরিকল্পিতভাবে। তাই দুর্নীতির সাথে কখনো আপোষ নয়। আজ মোরেলগঞ্জে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলমের বদলীজনিত বিদায় উপলক্ষে আজ সোমবার মোরেলগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। বেলা ১টায় উপজেলা পরিষদ ক্লাবে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, পৌরসভা মেয়র মনিরুল হক তালূকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, সহকারী কমিশনার(ভূমি) মো. নাজমুল হুদা, ম্যাজিষ্ট্রেট খাতুনে জান্নাত, হিমাদ্রী খিশা ও শাহরিয়ার মুক্তার।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, কৃষি কর্মকর্তা অনুপম রায়, চেয়ারম্যান মাহমুদ আলী ও আব্দুর রাজ্জাক মজুমদার।
বিডি-প্রতিদিন/এস আহমেদ