নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে তুচ্ছ ঘটনার জের ধরে আবুল কালাম আজাদ(৫০) নামে এক নির্মাণ শ্রমিককে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে ওয়াসিম (৩৫)।
গুরুতর অবস্থায় রাতে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর ক্লোজারে ব্লক নির্মাণের কাজ করতো এ দু শ্রমিক। কাজ করা নিয়ে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওয়াসিম ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে আজাদের মাথায় আঘাত করে। পরে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পিতার নাম আমির হোসেন। তাদের দুজনের বাড়িই কোম্পানিগঞ্জের মুছাপুর গ্রামে।
কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে রাব্বি ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি প্রতিদিন/ ০৫ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন