পাবনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের অনন্ত বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি বিদেশি পিস্তল, একটি হ্যান্ডক্যাফ ও রবিবার বিকেলে লালপুর থেকে ডাকাতি করা নগদ টাকা ও স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, চাপাইনবাবগঞ্জের ইসমাইল হোসেন ও জেম বাবু, ঈশ্বরদীর শাকিব, জীবন, মাহবুব ও পাবনা শহরের সিরাজুল ইসলাম।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের অনন্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তারা তাদের নিকট থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লালপুরের এক বাড়িতে ডাকাতির মালামাল বলে স্বীকার করেন। আইনী প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
ডাকাত দলটি দীর্ঘদিন ধরে লালপুর, ঈশ্বরদী, বাঘা ও পাবনার বিভিন্ন উপজেলায় ডাকাতি করে আসছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ