ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ হোসেন লস্কর (৩০) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। সে ঝিনাইদহ শহরের আরাপপুর পশ্চিম পাড়ার ফজলুল করিম লস্করের ছেলে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, সকালে মাঠ আন্দুলিয়া গ্রাম থেকে ট্রাকে গরু তুলছিল হেলপার সোহাগ। এ সময় ট্রাকের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার