ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমানকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের শিবরামপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান বলেন, পূর্বের একটি মামলার এজহারভুক্ত আসামি ছিলেন ডা. নোমান। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ডা. নোমান পাবনা শহরের শিবরামপুর মহল্লার জালাল উদ্দিনের ছেলে ও শহরের শালগাড়িয়াস্থ বেসরকারি জালাল মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক।
তাকে গ্রেফতারের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা বলেন, সে পেশাজীবী সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একজন চৌকশ ও পরিচ্ছন্ন নেতা। তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার করা হয়েছে। আমরা তাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।
বিডি-প্রতিদিন/এস আহমেদ