গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা লোকাল বাসষ্টান্ডে ইজিবাইকের ধাক্কায় পান্না বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১ টার দিকে কুয়াডাঙ্গা লোকাল বাসষ্টান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত পান্না বেগম সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খোসরুল সিকদারের স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার এসআই (উপ-পরিদর্শক) রতন বৈরাগী জানান দুপুর ১ টার দিকে কুয়াডাঙ্গা লোকাল বাসষ্টান্ডে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক পান্না বেগমকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে পড়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পান্না বেগমকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ০৫ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন