কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটের মাঝ পদ্মায় ঢেউয়ের ধাক্কায় স্পিডবোট ডুবিতে ১০ জন আহত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি স্পিডবোট ঢেউয়ের ধাক্কায় মাঝ পদ্মায় ডুবে যায় বলে কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে। এ ঘটনায় ১০ যাত্রী আহত হয়েছে।
শিবচরের কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, শিমুলিয়া ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে শিবচরের কাওড়াকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে একটি স্পিডবোট। মাঝ পদ্মায় আসলে প্রচন্ড ঢেউয়ের আঘাতে বোটটি উল্টে যায়। এ সময় অন্য স্পিডবোট ও ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জাকির হোসনে জানান, ‘স্পিডবোট ডুবির কেউ নিঁখোজ নেই। তবে কয়েক জন আহত হয়েছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার