পার্বতীপুরের যশাই হাটে কোরবানির গরু বেচাকেনার সময় ৩৭ হাজার টাকার জাল নোটসহ ভাদু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নীলফামারী র্যাব-১৩। গ্রেফতারের পর তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। আটক ভাদু পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের উত্তর বাসুদেবপুর গ্রামের তফুর উদ্দীনের ছেলে।
নীলফামারী- র্যাব ১৩ এর ডিএডি আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, গত রবিবার গভীর রাতে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই গরুরহাটে অভিযান চালিয়ে ৩৭ হাজার টাকার সমপরিমান ৩৭ টি এক হাজার টাকার জাল নোটসহ ভাদুকে (৪০) আটক করা হয়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার