লক্ষ্মীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আজ বিকেলে স্থানীয় চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে থানা স্বেচ্ছাসেবক লীগ। থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাশেদ নিজামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুল ওমর শামীম, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহবায়ক ছাব্বির আহমদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, জয়নাল আবেদীন, ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধী চক্র জঙ্গিবাদ সৃষ্টি করে তা ব্যাহত করার চেষ্টা করছে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার