দিনাজপুরে পার্বতীপুরে নদীতে ডুবে দুই রাকিব বাবু (৩) এবং রিফাত ইসলাম (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে।
মৃত রাকিব বাবু দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পুর্ব দুর্গাপুর সিঙ্গারদাড়ি গ্রামের মেজবাউদ্দিনের ছেলে এবং রিফাত ইসলাম একই গ্রামের মোঃ তোফাজ্জ্বল হোসেনের ছেলে। তারা দু'জন সম্পর্কে চাচাতো ভাই।
সোমবার দুপুর ২টায় পার্বতীপুরে বাড়ির পার্শ্বে সোনারবন নদীতে গোসল করতে নেতে পানিতে তলিয়ে যায়।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফ্ফাখারুল ইসলাম জানান, সোমবার দুপুরে রাকিব বাবু ও তার চাচাতো ভাই রিফাত ইসলাম বাড়ির পার্শ্বে সোনারবন নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এ সময় অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে উদ্ধার করতে পারেনি স্থানীয়রা। পরে বিকেল ৪টার দিকে একই নদীর পার্শ্ববতী উত্তর আটরাই জানেরপাড় নামক স্থানে ২ শিশুর লাশ ভেসে উঠে। পরে এলাকাবাসী শিশুর মৃতদেহ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, ঘটনাটি দুঃখজনক। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৫ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন