পটুয়াখালীর কলাপাড়ায় মনোয়ার হোসেন কুটিয়াল (৬৬) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরা গেছেন। সোমবার দুপুরের দিকে উপজেলার মৎস্য বন্দর আলীপুর এলাকার কালাচানপাড়া রাখাইন পল্লীতে বৈদ্যুতিক মটোর চালু করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ওসি এস.এম. মাকসুদুর সাংবাদিকদের বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার