বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বদেলুয়ায় ব্রীজের রেলিং ভেঙ্গে চিনি বোঝাই ট্রাক নদীতে পড়ে চালক ও হেলপার দু'জনই নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, চিনি বোঝাই ট্রাকটি ঢাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিল। রাত তিনটার দিকে ট্রাকটি পূর্বদেলুয়া ব্রীজের উপর ওঠার পরও রেলিং ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করেন। লাশ বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন