চুয়াডাঙ্গায় ট্রাক উল্টে সাগর হোসেন (২৭) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১২ জন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ছয় মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন দামুড়হুদা উপজেলার বেগো পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রাম থেকে ১৫/২০ জন গরু ব্যবসায়ী ট্রাকযোগে জয়পুরহাটের পাঁচবিবি গরুর হাটে যাচ্ছিলেন।
এ সময় রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ছয় মাইল নামক স্থানে ট্রাকটি সামনে থাকা অপর একটি ট্রাককে অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হন সাগর নামে ওই গরু ব্যবসায়ী। আহত হন জাহিরুল, আরিফুর, জসিম, ইউনুস ও উজ্জ্বলসহ অন্তত আরও ১২ জন গরু ব্যবসায়ী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এহসানুল হক জানান, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন