গাজীপুরের টঙ্গী কলেজ গেইট এলাকায় সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড স্কুলের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের দুই পাশে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। গতকাল সোমাবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অবরোধ স্থায়ী হয়। ওই একাডেমীর একজন ছাত্রী রবিবার সন্ধ্যায় বাসচাপায় নিহতের জেরে এবং ফুট ওভার ব্রিজের দাবীতে শিক্ষার্থীরা অবরোধ সৃষ্টি করে। নিহত শিক্ষাথী তাসনিম আক্তার রাফা। সে ওই একাডেমীর ৭ম শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, গত রবিবার বিকালে ওই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা ও তার মা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হওয়ার সময় বাসচাপায় আহত হন। পরে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাফাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদারে সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অবরোধ করেছিল, এখন পরিস্থিতি শান্ত।
বিডি প্রতিদিন/ এ মজুমদার