কক্সবাজারের রামুর পানেরছড়া এলাকা থেকে রাহাত উল্লাহ (৩০)নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঈদগড়-ঈদগাঁও সড়কে যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবক পুর্বগজালিয়া এলাকার মৃত আলী আহাম্মদ এর ছেলে।
রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে কক্সবাহার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন