ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে ২ টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন,৭ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার কানুহরপুর গ্রামের মঙ্গল আলী বিশ্বাসের ছেলে শাহাজালাল (৩৮) ও চান্দোরপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে আশরাফুল জামাল ইমরোজ (৪৫)।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহম্মেদ জানান, শাহাজালাল ও আশরাফুল সহ এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী ভোর রাতে বিষয়খালী বাজারে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই দু’জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ টি বিদেশি পিস্তাল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার