লোকবল সংকটে পড়ে আছে পঞ্চগড় জেলা কারাগার। দুই শতাধিক বন্দি ধারন ক্ষমতার এই কারাগারে কয়েক বছর ধরেই জেল সুপার নেই। ডেপুটি জেলারের পদটিও শুন্য পড়ে আছে। প্রধান কারারক্ষির ১টি এবং কারারক্ষির ২টি পদও শুন্য পড়ে আছে।
জেলার ইউনুস জামান জানান, কারাগারটিতে কোন ডাক্তার না থাকায় প্রায়ই সমস্যায় পড়তে হচ্ছে। অবকাঠামোগত সমস্যাও রয়েছে এই কারাগারে। কারাগারের পশ্চিম উত্তর কোনায় এখনো সীমানা প্রাচীর দেয়া হয়নি। পূর্ব এবং উত্তর পাশের বাউন্ডারী দেয়ালটি হেলে পড়েছে। ফলে নিরাপত্তার হুমকিও রয়েছে।
তিনি আরও জানান, প্রায় দুই শতাধিক বন্দি ধারন ক্ষমতা রয়েছে এই কারাগারে। এর মধ্যে বর্তমানে বন্দি রয়েছে ১’শ ৮৩ জন। বন্দিদের মধ্যে জেএমবি'র সদস্য ৪ জন ও একজন যুদ্ধাপরাধী রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার