চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ধারণক্ষমতার অতিরিক্ত পাঁচ গুণ হাজতি ও কয়েদি রয়েছে। দিনের বেলায় অবস্থা স্বাভাবিক থাকলেও রাতে নানা বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করে ঘুমানো নিয়ে।
বিছানার সংকটের কারণে বন্দীদের রাতে পালাক্রমে ঘুমাতে হয় বলেও অভিযোগ ওঠেছে। সূত্র মতে, কারাগারে নারী হাজতী কম থাকায় তাদের তেমন কষ্ট করতে হয় না। কিন্তু পুরুষের সংখ্যা বেশি হওয়ায় তাদের ছোট্ট জায়গায় পালাক্রমে ঘুমাতে হয়।
সূত্রটি আরও জানায়, দিনের বেলায় বেশিরভাগ সময় কারাগারের খোলা মাঠে থাকেন পুরুষ বন্দীরা। তবে বিকেল ৫টায় তাদের সেলের ভেতরে ঢোকা বাধ্যতামূলক। আর তখন থেকেই শুরু হয় তাদের বিড়ম্বনা। কারা হাসপাতালের বেডে ধনাঢ্য বন্দীরা অর্থের বিনিময়ে থাকার সুযোগ পায় বলেও অভিযোগ রয়েছে।
জেল সুপার মো. আব্দুর রহিম এই অভিযোগ অস্বীকার করে জানান, প্রকৃত রোগীদেরই হাসপাতালে রাখা হয়। তবে ধারণক্ষমতার বেশি কয়েদি থাকার কথা স্বীকার করেছেন তিনি। তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত ১৫৩ জন ধারণক্ষমতার এ কারাগারে ৮২৫ জন কয়েদি আছেন।
বিডি-প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর, ২০১৬/ ফারজানা