রাজধানীর উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আকতার রিশার হত্যাকারী ওবায়দুলকে ধরিয়ে দেওয়ায় তিনজনকে পুরস্কৃত করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে ডোমার থানায় অনুষ্ঠিত ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভায় পুলিশ সুপার জাকির হোসেন খান তাদের অর্থ দিয়ে পুরস্কৃত করেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, উপজেলার সোনারায় বাজারের মাংস বিক্রেতা দুলাল হোসেন, ওই ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান আলী ও অটো চালক ইসমাইল হোসেন।
পুলিশ জানায়, তারা তিনজন কৌশলে রিশার খুনিকে ডোমার থানা পুলিশের হাতে তুলে দেন।
গত ২৪শে আগস্ট স্কুলের সামনে ফুটওভার ব্রিজে রিশাকে ছুরিকাঘাত করে দরজি ওবায়দুল হক। পরে গুরুতর আহত অবস্থায় রিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম