বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেছেন, হযরত খানজাহান আলী বিমান বন্দর, মংলা নদীর উপর ঝুলন্ত সেতু, সমুদ্রবন্দরে নতুন দুইটি জেটি, মংলা-খুলনা রেল লাইন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে মাত্র কয়েক বছরের মধ্যেই বাগেরহাটের মংলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর।
মঙ্গলবার সকালে মংলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বাগেরহাটের জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মংলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আবুল কালাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম ও প্রভাষক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিদায়ী প্রশাসক মো. জাহাংগীর আলমের হাতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে স্মারক শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর, ২০১৬/ ফারজানা