নিখোঁজের নাটক সাজিয়ে প্রতারণার আশ্রয়কারী সেই বেল্লাল হোসেনকে (২৩) মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে ঝালকাঠির রাজাপুর থানা পুলিশ। বেল্লালের বাড়ি চট্রগ্রামের পাঁচলাইশ উপজেলার চকবাজার গ্রামের শুলকবহর এলাকায়।
পুলিশ জানায়, প্রতারক বেল্লাল দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন রেখে নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে আশ্রয়দাতাদের টাকা লুটে পালিয়ে যায়। রাজাপুরেও একইভাবে প্রতারণার চেষ্টা করলে বিষয়টি ধরা পড়ে।
রাজাপুর থানার ওসি (পরিদর্শক) মুনির উল গিয়াস বলেন, বেলালকে গতকাল সোমবার দুপুরে আটক করা হয়। মঙ্গলবার বেলালকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, বেল্লাল কয়েক দিন পূর্বে রাজাপুর এসে জানায়, সে পাচার হওয়ার ১২ বছর পর বাংলাদেশে পালিয়ে এসেছে মা-বাবার খোঁজে। এই সংবাদ বাংলাদেশ প্রতিদিনসহ একাধিক পত্রিকায় প্রকাশ হলে বেল্লালের প্রতারণার খবর ফাঁস হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর, ২০১৬/ ফারজানা