ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস নেশাজাতীয় ইনজেকশন 'প্যাথেডিন'সহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে মঙ্গলবার দুপুরে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই শামীম আক্তার জানান।
আটক যুবক জয়পুরহাট সদর উপজেলার আমদই এলাকার পলিন দেবনাথে ছেলে পঞ্চনন্দ দাস দেবনাথ (৩৮) ।
এসআই শামীম আক্তার জানান, জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস জনি স্পেশালে মাদকের চালান আসছে খবর পেয়ে ভোরে বাসটি মোকামতলা এলাকায় আটকানো হয়। পরে বাসে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির হেফাজতে থাকা তিন হাজার পিস প্যাথেডিন উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব