নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মন্টু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে তার সৎ ভাই জবাই করে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব রসূলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মন্টু মিয়া জানান, তার সৎ ভাই বাহার আলীর সাথে একটি জমি নিয়া দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার এ নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় বাহার আলীসহ তার পক্ষের আব্দুর রহিম, ইয়ারুন বেগম, রেহেনা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মন্টুকে মারধর করে। এক পর্যায়ে বাহার আলী তার হাতে থাকা রামদা দিয়ে মন্টু মিয়াকে জবাই করার চেষ্টা করে। এ সময় মন্টু মিয়ার ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে বাহার আলী ও তার লোকজন পালিয়ে যায়।
এ ব্যাপারে বাহার আলী জানান, মন্টুর সাথে কথা কাটাকাটি হয়েছে, জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ মিথ্যা। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ