লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা-পাটগ্রাম আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় খয়বর হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত খয়বর হোসেন হাতীবান্ধা উপজেলার পশ্চিম ফকিরপাড়া গ্রামে বাসিন্দা।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বড়খাতার ফেডারেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাউরা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বড়খাতা ফেডারেশন এলাকায় একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিলে ভ্যানে থাকা বৃদ্ধ খয়বর হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক মাইক্রোবাসটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বড়খাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ঘাতক মাইক্রোবাসটি হাইওয়ে থানায় জমা রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ