ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়ার দুই বছর পর বাংলাদেশে ফিরলো রূপা (১৮) নামে এক তরুণী। বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় তাকে দেশে ফেরত পাঠানো হয়। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান বিষয়টি জানিয়েছেন।
যশোর রাইটস নামে একটি এনজিও'র কোয়ার্ডিনেটর তৌফিকুজ্জামান জানান, দরিদ্র পরিবারের মেয়ে রূপা ভালো কাজের সন্ধানে দুই বছর আগে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে যায়। এ সময় মহারাষ্ট্রের পুলিশ তাকে আটক করে। পরে সেখান থেকে ভারতীয় একটি এনজিও তাকে ছাড়িয়ে নিজেদের সেল্টার হোমে রাখে। রূপার (১৮) বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায়।
দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে রূপাকে দেশে আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ