বান্দরবানের লামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মংক্যচু মার্মা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডাব্লিউএফপি) বিস্কুটবহনকারী গাড়ির সহকারী ছিলেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ক্যাম্প বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ইউনুছ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মংক্যচ মার্মাসহ কয়েকজন মঙ্গলবার সকালে আজিজনগর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বিস্কুট সরবরাহ করতে যান। বিস্কুট সরবরাহ করে ছিউরতলী থেকে ফেরার পথে গাড়িটি ক্যাম্প বাজার এলাকায় পৌঁছলে চালক হঠাৎ ব্রেক চাপেন। এ সময় সহকারী মংক্যচ মার্মা গাড়ি থেকে ছিটকে চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মংক্যচু মার্মা রূপসীপাড়া ইউনিয়নের দোলন পাড়ার বাসিন্দা হ্লাচিং অং মার্মার ছেলে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ