পাবনা-সুজানগর মহাসড়কের নলদহ নামক স্থানে ট্রাকের চাপায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার দুপুরে দিকে সদর উপজেলার নলদহ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাবনা সদর থানার এসআই মনিরুল ইসলাম।
নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।
এসআই মনিরুল ইসলাম জানান, পাবনা সদর উপজেলার নলদহ বাজারের পাশে ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালকসহ ২ জন মারাত্মক আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও চালক সহকারীকে আটক করতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব