কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি'র ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা মো. কামরুল হুদাকে আহবায়ক এবং উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলমকে সদস্য সচিব করা হয়েছে।
আগামী ৪ মাসের মধ্যে সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন করে উপজেলা কমিটিকে সম্মেলন করতে নির্দেশ প্রদান করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন, সাজেদুর রহমান মোল্লা হিরন, ওয়াহিদুর রহমান মজুমদার, নূর হোসেন বলাই, আবু তাহের, কন্ট্রাকটর শহিদুর রহমান মজুমদার, আবদুল্লাহিল বাকী, খোরশেদ কবির শিপন, নুরুন্নবী পাটোয়ারি নুরু, সাহাবুদ্দিন লাল্টু ও এম এম ইসরাফিল আতিক। এদিকে কামরুল হুদাকে আহ্বায়ক ও শাহ আলমকে সদস্য সচিব করার খবরে উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ