প্রধাণমন্ত্রীর নির্দেশে ঠাকুরগাঁওয়ে রেশম কারখানা চালুর বিষয়ে ১২ সদস্যের একটি টিম কারখানাটি পরিদর্শন করেছে। বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামানের নেতৃত্বে তারা আজ সোমবার সকাল ৯টায় জেলা শহরের বিসিক শিল্প নগরি এলাকায় অবস্থিত কারখানাটি পরিদর্শন করেন।
এসময় দ্বিতল ভবনে রক্ষিত যন্ত্রপাতি কারখানা চালুর জন্য উপযোগী কি না তা যাচাই করেন। পরিদর্শন টিমে আরও ছিলেন, শিল্প মন্ত্রনালয়ের উপ সচিব আবুল খায়ের, উপ প্রধান (পরিকল্পনা) বেগম তানিয়া খানম, রাজশাহী রেশম বোর্ডের মহা পরিচালক আনিস উল হক ভুইয়া, উৎপাদন ও বাজারজাতকরণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান মনিরুজ্জামান কারখানাটি চালুর বিষয়ে প্রশাসনের সাথে কথা বলে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
উল্লেখ্য, লোকসানের অজুহাতে ২০০২ সালে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানাটি বন্ধ ঘোষণার পর দীর্ঘ একযুগেও চালু না হওয়ায় নষ্ট হতে বসেছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। ইতোমধ্যে কয়েক দফা দরপত্র আহবান আর সরকারি-বেসরকারিভাবে কারখানাটি চালু করার উদ্যোগ নেওয়া হলেও তেমন কোন সাড়া পাওয়া যায়নি। ফলে এ শিল্পের সাথে জড়িত অনেকে কর্মসংস্থানের অভাবে এখন মানবেতর জীবনযাপন করছে।
বিষয়ে ঠাকুরগাঁও রেশম কারখানার সহকারি পরিচালক সুলতান আলী জানান, ইতোমধ্যে কারখানাটি চালুর উদ্দেশ্যে টেন্ডার আহবান করা হয়। কিন্তু তা সফল হয়নি। কারখানাটি চালু হলে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বেকার মানুষগুলোর কর্মসংস্থানের জায়গা তৈরি হতো।
বিডি-প্রতিদিন/এস আহমেদ