বগুড়ায় পৌনে ৫ ঘণ্টার কর্মসূচি বাস্তবায়ন করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী ফিরে গেলেন ঢাকায়।
বুধবার বগুড়ার চকলোকমান মহিলা মাদরাসায় বাৎসরিক ইসলাহি ইজতেমা খতমে বুখারী শরীফ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
বুধবার বেলা ১ টা ১৫ মিনিটে বগুড়া শহরের কলোনী এলাকার বেলজিয়াম মাঠে হেলিকপ্টার যোগে আসেন। সেখান থেকে মদরাসা কমিটি ও হেফাজত ইসলাম বগুড়ার নেতৃবৃন্দ তাকে মাদ্রাসা কার্যালয়ে নেন। পরে যোহরের নামাজ আদায় করে সাড়ে ৩টায় মাহফিল শুরু হয়। সেখানে বুখারী শরীফ নিয়ে আলোচনা করেন। তিনি কোন রাজনৈতিক বক্তব্য প্রদান করেন নি। তিনি শুধুমাত্র কোরআন ও হাদিস থেকে বক্তব্য দেন। মাহফিল স্থান ও তার আশপাশের এলাকায় পর্যাপ্ত পরিমান পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
মাহফিল শেষে বিকাল ৫টায় তিনি ঢাকায় ফিরে যান। মাহফিলে সভাপতিত্ব করেন বগুড়া জামিল মাদরাসার শাইখুল হাদীস হযরত হাফেজ মাওঃ ইয়াকুব নজীর। এই মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস হযরত মাওঃ আব্দুল কুদ্দুস সাহেব, কক্সবাজারের চকরিয়া ফয়জুল উলুম মাদরাসার মুহাদ্দিস হযরত মাওঃ মোস্তফা বিন নূর, ঢাকা গাজীপুর জামিয়া মাদানীয়া অফতাব উদ্দিন মাদরাসার মুদাররিস হযরত মাওঃ মুফতি আরিফুল ইসলাম জিহাদী।
বক্তব্য রাখেন চকলোকমান মহিলা মাদরাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওঃ আছাফুদ্দৌলা মোকাররম।