ঠাকুরগাঁও শহরের বাস টার্মিনালে শ্রমিকদের অবৈধ একটি ঘর উচ্ছেদ করতে গেলে মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী কর্মীদের হাতে গুরুতর হামলার শিকার হয়েছেন পৌরসভার পরিষ্কর-পরিছন্ন সুপার ভাইজার সামশুল আলম মনু। আহত অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার শহরের বাস টার্মিনালে পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে পৌরসভার ৪ জন কর্মী ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী শ্রমিকরা বাধা প্রদান করে। এ সময় পৌরসভার পরিষ্কার পরিছন্ন সুপার ভাইজার সামশুল আলম মনুর উপর হামলা করে মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী শ্রমিকরা। নিজেরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে পৌর কর্মচারি মনুর হাতে ধরিয়ে দিয়ে মোবাইলে ভিডিও ধারণা করেছে বলে অনেকে জানিয়েছেন। খবর পেয়ে পৌর মেয়র ঘটনাস্থলে ছুটে গেলে শ্রমিকদের তোপের মুখে পড়ে। এ সময় পুলিশ মেয়রকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত মনুকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে ডাক্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
পৌর কর্মচারি সামশুল আলম মনু জানান, শ্রমিকরা যখন আমার উপর হামলা করে, তখন আমি আইনের আশ্রয় নেয়ার কথা বললে তারা আরো ক্ষুদ্ধ হয়ে উঠে। তার অভিযোগ, এ সময় কয়েকজন শ্রমিক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে জোর করে আমার হাতে ধরিয়ে দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে।
এ প্রসঙ্গে মোটর পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এন্তাজুল হক এন্তা জানান, ক্ষমতা এখন আমাদের হাতে। পৌরসভা চাইলেও মোটর পরিবহন শ্রমিক লীগের অফিস উচ্ছেদ করতে পারে না। পৌর কর্মচারি সামশুল আলম মনুকে ফাঁসানোর জন্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগের কথা জানতে চাইলে তিনি জানান, ওই কর্মচারি ছবি ছিঁড়েছে। আমরা তা মোবাইলে ধারণ করেছি।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী জানান, অবধৈভাবে মোটর পরিবহন শ্রমিক লীগ নামে একটি সংগঠন ঘর নির্মাণ করছিল শুনেছি। এই সংগঠন আমাদের কোন অঙ্গ সংগঠনের মধ্যে পড়ে না। ঘর নির্মাণ না হতেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি কেন সেখানে। যারাই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়েছে সুষ্ঠ তদেন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
পৌর মেয়র র্মিজা ফয়সাল আমিন জানান, বাস টার্মিনাল পৌরসভার। এখানে ইচ্ছে করলে কোন সংগঠন ঘর নির্মাণ করতে পারে না। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে আমার কর্মচারির উপর হামলা করা হয়েছে। বিষয়টি অন্যদিকে প্রভাবিত করার জন্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়ার অভিযোগ তুলছে কতিপয় লীগধারী শ্রমিকরা। কর্মচারিকে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বাস টার্মিনালে গিয়েছে। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়া অবস্থায় উদ্ধার করা হয়। সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/মাহবুব