মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে লক্ষাধিক সৌদি রিয়ালসহ আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম সাতক্ষীরা জেলার সদর উপজেলার বহনকাড়া গ্রামের মৃত মওলা বক্সের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া ঘাট এলাকায় শফিকুল ইসলামের দেহ তল্লাশি কালে তার কোমরে পলিথিন দিয়ে বাঁধা অবস্থায় একটি পুটলা পাওয়া যায়। সেই পুটলা খুলে দেখা যায় সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় ২৩ লক্ষ টাকার সমপরিমাণ হবে। পরে শফিকুলকে আটক করে শিবালয় থানায় নিয়ে আসা হয়। আটক শফিকুল সৌদি আরবের রিয়াল নিয়ে ঢাকা যাচ্ছিল।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবালয় থানার ওসি মনিরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন