পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ী বাজার এলাকা থেকে লোকমান হাকিম (২৪) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক লোকমান হাকিম উপজেলার কালিয়াগঞ্জ প্রধানাবাদ গ্রামের মো. আমির হামজার ছেলে।
পঞ্চগড় দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলবাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লোকমান নাশকতার মামলার পলাতক আসামি। তাকে পঞ্চগড় আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৭/এনায়েত করিম