চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাকলিয়া থানার এসআই মোহাম্মদ শাহীন। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন ‘রাজাখালী এলাকায় শহরমুখী একটি বাস ও শাহ আমানত ব্রিজগামী (নতুন ব্রিজ) একটি মাহিন্দ্রা টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, ‘বাকলিয়ায় বাস-টেম্পুর সংঘর্ষে হতাহতদের হাসপাতালে আনা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।’
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/মাহবুব