বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়িদের প্রাণের উৎসব বৈসাবি। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণীক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ বিভিন্ন দপ্তরের ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
এই সময় মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, ম্রো, বম, ত্রিপুরাসহ বান্দরবানে বসবাসরত ১১টি পাহাড়ি সম্প্রদায়ের আদিবাসী নারী-পুরুষরা নিজস্ব পোশাক ও ঐতিহ্যবাহী পরিচ্ছদ নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে রাজার মাঠে এসে শেষ হয়। পরে সেখানে পূজার আয়োজন করা হয়।
নতুন বছরকে বরণ এবং পুরাতন বছর বিদায়কে ঘিরে পার্বত্য এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র জাতিস্বত্ত্বাসমূহ নিজস্ব সামাজিক ঐতিহ্য নিয়ে সমন্বিতভাবে বৈসাবী উৎসব পালন করে থাকে।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/ফারজানা