বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় যাত্রাবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মুনসুর সরদার (৪৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালের দিকে বগুড়া সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক সদর উপজেলার গোদারপাড়া এলাকার বাবইপাড়ার সলেমান সরদারের ছেলে।
এছাড়া ওই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহতও হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলেও জানা গেছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ওইস্থানে পৌঁছালে বিপরীতমুখি অপর একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাকের চালক মুনসুর সরদারসহ অন্যরা আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে শজিমেক নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে চালক মুনসুর সরদার মারা যান।
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক আরিফুল ইসলাম একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৭/এনায়েত করিম