তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে আহত হাফিজুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের কয়েস মোল্লার ছেলে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে চাঁদপুর গ্রামে আব্দুল্লার ছেলে রানা ও শাহাদতের ছেলে সজিব একটি পুকুরে গোসল করছিল। সেসময় তাদের দুই জনের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি হয়। এই ঘটনায় উভয় পরিবারের মেয়েদের ঝগড়া লাগে। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাফিজুর রহমানসহ ৩ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় হাফিজুর রহমানের অবস্থান অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/মাহবুব