উচ্ছেদ অভিযানে ঠাকুরগাঁও পৌরসভার পরিস্কার পরিচ্ছন্ন সুপার ভাইজার মনসুর আলী মনু হামলার শিকার হওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে পৌর কর্মচারী পরিষদ।
বৃহস্পতিবার সকাল থেকে হামলার ঘটনায় স্ষ্ঠু বিচারের দাবিতে এই কর্মবিরতি পালন করেন তারা। এ সময় পৌরসভার সকল দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়।
কর্মবিরতি সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পৌর কর্মচারি পরিষদের সভাপতি জাহিদ আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
বক্তারা এসময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন।
উল্লেখ্য, গতকাল বুধবার সকালে পৌরসভার ৪ জন কর্মী বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী শ্রমিকরা বাধা প্রদান করে। এ সময় পৌরসভার পরিস্কার পরিছন্ন সুপার ভাইজার মনসুর আলী মনুর উপর হামলা করে মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী শ্রমিকরা। নিজেরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে পৌর কর্মচারি মনুর হাতে ধরিয়ে দিয়ে মোবাইলে ভিডিও ধারণা করে। স্থানীয় লোকজন গুরুতর আহত মনুকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে ডাক্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ