নরসিংদী সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটপাড়া কদমতলা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহতদের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।
মাদবধী থানার ওসি মো. ইলিয়াস বলেন, সকাল ১০টার দিকে নরসিংদীর ঘোড়াশাল থেকে মোটরসাইকেলে করে তিন আরোহী পাঁচদোনা আসছিলেন। মোটরসাইকেলটি পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের ভাটপাড়া কদমতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ