কাহালু-বগুড়া রেললাইন সংলগ্ন সড়কের কাহালুর শীতলাই এলাকায় কিবরিয়া পেপার মিলস্ লিঃ -এ আজ সকালে বেল্টের সাথে জড়িয়ে শাহিনুর ইসলাম ওরফে শাহিন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শাহিনুর ইসলাম শাহিন কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা কারখানাটিতে ঢুকে পড়ে এবং অফিস কক্ষ, দরজা-জানালাসহ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শীতলাই কিবরিয়া পেপার মিলের ইনচার্জ আব্দুর রশিদ জানান, নিহত শ্রমিক শাহিনুর ইসলাম শাহিন নাইট শিফ্টে কাজ করছিলেন। সকাল ৭ টার দিকে বেল্টে কাগজ তুলে দেওয়ার সময় বেল্টের সাথে পেঁচিয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
বগুড়ার কাহালু থানার সেকেন্ড অফিসার এস আই মতিয়ার রহমান জানান, বাদিপক্ষের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার