লক্ষ্মীপুরে জেলা কারাগারের জেলার শরীফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালককে তদন্তের আদেশ দেন লক্ষ্মীপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম।
আদালত সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের আলাউদ্দিন। জামিনের কপি লক্ষ্মীপুর কারাগারে পৌঁছালে জেলার শরীফুল ইসলাম আলাউদ্দিনকে পুলিশে তুলে দেয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা দাবী করেন। পরে আসামী সাড়ে সাত হাজার টাকা দিয়ে ছাড়া পান।
বাদীর আইনজীবী আব্দুর রহিম গাজী জেলারের বিরুদ্ধে মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/ফারজানা