বাংলা নববর্ষ উপলক্ষে নোয়াখালীতে বৃহস্পতিবার কর অফিসের উদ্যোগে রাজস্ব হালখাতা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নোয়াখালী কর অফিসসে সাজসজ্জা করা হয়। করদাতাদেরকে মিষ্টিমুখ করা হয়।
নোয়াখালী কর অফিসের সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুল আলম জানান, সকাল থেকে অনেক করদাতা হালখাতায় অংশ নিয়ে বকেয়া পরিশোধ করে।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/ফারজানা