'পরিচ্ছন্ন দিনাজপুর গড়ুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন'-এ স্লোগানকে সামনে রেখে পৌরসভা এলাকার ১৮টি স্থানে বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কয়েক হাজার স্বেচ্ছাসেবী। জেলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পরিকল্পনা ও পৃষ্টপোষকতায় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে দিনাজপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কর্মসূচিতে অংশ নেন তারা।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের জেনারেল হাসপাতাল মোড় থেকে পৌর শহরের জনবহুল ১৮টি স্থানে রাস্তার ময়লা আর্বজনা পরিষ্কার অভিযান সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন ডা. মো. সাদেক মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, পৌরসভার প্যানেল মেয়র (১) আহমেদুজ্জামান ডাবলু, প্যানেল মেয়র রেহাতুল ইসলাম খোকা সহ বিভিন্ন কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিসহ বিশিষ্টজনরা। এতে অংশ নেন প্রায় পাঁচ হাজার স্বেচ্ছাসেবক, রোভার স্কাউটস এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। ১৮টি স্থান থেকে সংগৃহীত ময়লা আবর্জনা অপসারণ করে দূরবর্তী স্থানে সরিয়ে পেলতে ভ্যান, ভটভটি এবং ট্রলি ব্যবহার করেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার