বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, উন্নয়নের মহাসড়কে থাকা দেশকে পিছিয়ে দিতে বিএনপি-জামায়াত তৎপরতা চালাচ্ছে। দেশ যখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মানুষ খেয়ে পরে ভালো আছে তখন তারা দেশকে অস্থিতিশীল করতে আবারো জঙ্গিদের উস্কানী দিচ্ছে। কিন্ত সরকার জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থানে রয়েছে। আ. লীগের প্রতিটি নেতাকর্মীকে জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের স্বার্থেই জনগণকে সাথে নিয়ে বিএনপি-জামাতকে প্রতিহত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার জামালপুর বৈশাখী মেলা মাঠে জামালপুর শহর আ.লীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর আ.লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, জেলা আ. লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাথাওয়াতুল আলম মনি, জামালপুর শহর আ. লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, আ. লীগ নেতা অধ্যাপক সুরুজ্জামান, ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। পরিচিতি সভা শেষে জনপ্রিয় ক্লোজআপ ওয়ান শিল্পী রিংকুসহ জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার