বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় ভবনে অগ্রণী ব্যাংকের শাখা স্থাপন করার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। প্রতিবাদ সমাবেশে আন্দোলন কমিটি গঠন করে স্কুল ভবনে ব্যাংকের শাখা স্থাপন কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। আজ বৃহস্পতিবার স্টিমারঘাট বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ওই প্রতিবাদ সমাবেশে স্থানীয় কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. আলাউদ্দিন ও ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম শরীফসহ অন্যান্যরা।
আন্দোলন কমিটির সমন্বয়কারী ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী জানান, স্টিমারঘাট বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি অগ্রণী ব্যাংকের শাখা খোলার অনুমোদন দেন ব্যাংকের মহাব্যবস্থাপক। বাংলাদেশ ব্যাংকের সম্মতি সাপেক্ষে অগ্রণী ব্যাংকের জারিকৃত অনুমোদনপত্রে স্টিমারঘাট বাজার শাখা নাম উল্লেখ রয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহলের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণের বিনিময়ে বাজারে ব্যাংকের শাখা স্থাপন না করে বাজার থেকে প্রায় কোয়ার্টার মাইল দূরে ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় ভবনে শাখা স্থাপনের কার্যক্রম শুরু করেন ব্যাংকের বরিশাল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহিম।
তিনি আরও জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে রেজুলেশন তৈরি করে স্কুল ভবন দখল করে মাসিক ৯ হাজার টাকায় অগ্রণী ব্যাংকের সাথে ভাড়া চুক্তি করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান মৃধা। তবে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী ম্যানেজিং কমিটি, শিক্ষা দপ্তর এবং অগ্রণী ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের পরই স্কুলের পার্শ্ববর্তী ভবনে মাসিক ৮ হাজার ৮শ’ টাকা ভাড়া চুক্তিতে ব্যাংকের শাখা স্থাপনের জন্য ভাড়া দেয়া হয়েছে। ওই ভাড়ার টাকা স্কুলের উন্নয়ন এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের সাহায্যার্থে ব্যয় করা হবে।
অগ্রণী ব্যাংক লিমিটেডের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহিম জানান, স্টিমারঘাট বাজারে সুবিধাজনক কোনও সুরক্ষিত ভবন না পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের আগ্রহ এবং সম্মতিতে সেখানে ব্যাংকের শাখা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। তাই অবৈধ সুবিধা গ্রহণের বিষয়টি অবান্তর।
বিডি প্রতিদিন/এ মজুমদার